Alexa কাপ্তাইয়ে বাল্যবিবাহ রোধে কর্মশালা

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কাপ্তাইয়ে বাল্যবিবাহ রোধে কর্মশালা

 প্রকাশিত: ১৭:৪২ ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১৭:৪২ ১২ সেপ্টেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙামাটির কাপ্তাইয়ে চন্দ্রঘোনায় বাল্য বিবাহ রোধ কল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার ১নং চন্দ্রঘোনা ইউপি মিলনায়তনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ‘কমিউনিটি হেলথ প্রোগ্রাম কর্তৃক ‘জেন্ডার ও বাল্য বিবাহ বিষয়ক’ এই কর্মশালা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইপি সদস্য মো. এরশাদ আলী। বিজয় মারমার সঞ্চালনা করেন। কর্মশালায় বক্তব্য রাখেন ইসলামী কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক আশেক-ই-এলাহী, নালন্দা বৌদ্ধ বিহারের ভান্তে ক্ষেমানন্দ ভিক্ষু, স্থানীয় ইউপি আওয়ামী লীগের সভাপতি ইলিয়াছ আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ এবং সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। 

কর্মশালার শুরুতে বাল্য বিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে প্রজেক্টরের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিজয় মারমা।

এসময় বক্তারা বলেন, বাল্যবিবাহ সামাজিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে বড় বাধা। বাল্য বিবাহে ছেলে মেয়ের ভবিষ্যত ক্ষতির সম্মুখিন হবে। তাই বাল্য বিবাহ থেকে সবাইকে দূরে থাকার জন্য কর্মশালায় আহবান জানানো হয়।

ডেইলি বাংলাদেশ/এসকে

Best Electronics
Best Electronics