Alexa তেতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১১ ১৪২৬,   ২৯ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ফটো ফিচার

তেতুলিয়ায় কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক রূপ

ভ্রমণ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:১৮ ২৩ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৪৫ ২৩ নভেম্বর ২০১৯

ছবি : ইমরান আলী

ছবি : ইমরান আলী

সূর্যের সব রঙ-ই যেন নিজের মধ্যে ধারণ করে রেখেছে হিমালয়ের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা। তাই সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষণে ক্ষণে পাল্টাতে থাকে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার রূপ। প্রথমে টুকটুকে লাল, হঠাৎ সেই লাল পাল্টে হয়ে যায় কমলা রঙ, তারপর হলুদ, সবশেষে সাদা।

কয়েক বছর ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে হিমালয় পর্বত ও কাঞ্চনজঙ্ঘার দুর্লভ দৃশ্য দেখা যাচ্ছে। আর সেই মায়াবী সৌন্দর্য দেখতে ইতোমধ্যে তেতুলিয়ায় ভিড় জমান শত শত পর্যটক। এবছর অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম দিকে দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। কিন্তু দেখে আসতে পারেননি? চিন্তা নেই, এখানেই দেখুন পঞ্চগড় থেকে তোলা কিছু অভূতপূর্ব ‍ছবি-

কাঞ্চনজঙ্ঘার এই লাল বর্ণের চূড়া দেখার লোভে ভোর চারটায় বের হয়েছিলাম বাসা থেকে। কারণ সূর্যোদয়ের সময় কেবল এই দৃশ্য দেখা সম্ভব। এরপর গোলাপি এবং সব শেষে সাদা রং হয়ে যায়। বলছিলেন আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহি।

আরো পড়ুন: পঞ্চগড় থেকে স্পষ্ট দেখা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

আলোকচিত্রী মোফাসসেরুল আল নোমান। তিনি বলেন, ছবি তোলা শেষ করে তাকিয়ে এই অসম্ভব সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম তেতুঁলিয়ার মহানন্দা নদীর তীরে। তখন ইচ্ছে করছিল সেই পাহাড়ের গায়ে একটা ছোট ঘর তৈরি থাকতে!

হেমন্তের ভোরের প্রথম আলোয় জ্বলজ্বল করছে কাঞ্চনজঙ্ঘা। ছবি তুলেছেন ওমর মুন্না।

বেলা ১১টায় তোলা।

ডেইলি বাংলাদেশ/এনকে/টিআরএইচ