Alexa কাউনিয়ায় অবাধে মা মাছ ও পোনা নিধন

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

কাউনিয়ায় অবাধে মা মাছ ও পোনা নিধন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪১ ১১ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রংপুরের কাউনিয়ায় ছোট তিস্তা নদী ও খালবিলে বাঁশের চাটাই পুঁতে অবাধে মা মাছ ও পোনা নিধন করার অভিযোগ পাওয়া গেছে। এতে প্রজননের অভাবে দেশি মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে।

উপজেলার সাধু গ্রামের বাসিন্দা আবদুর রহমান জানান, ছোট তিস্তা, মরাসুতি, মানস নদী ও খাল-বিলে রাতের আঁধারে পানি ঢোকার পথে চাটাই, কারেন্ট জাল, সুতি জাল, বাদাই জাল, ভেশাল, কোঁচ, জুতি দিয়ে মাছ শিকার চলছে। রাতভর শিকারের পর সকালে বাজারে চড়া দামে এসব মাছ বিক্রি করে চোরা শিকারীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জুলাই-নভেম্বর মাছের প্রজনন সময়। এ সময় মা মাছ ও ৯ ইঞ্চির ছোট পোনা ধরা নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি বাংলাদেশ/এআর