Alexa কলাপাড়ায় সড়কে ঝরল নসিমন চালকের প্রাণ

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

কলাপাড়ায় সড়কে ঝরল নসিমন চালকের প্রাণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:০০ ১৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুস সালাম নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার আমতলী-কুয়াকাটা মহাসড়কের বানরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সালাম কলাপাড়া পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান বলেন, দুপুরে নসিমন নিয়ে বানরায় যাচ্ছিলেন আব্দুস সালাম। বানরা মোড়ে পৌঁছালে নসিমনের সঙ্গে বিপরিত থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমআর