কলাপাড়ায় স্কুলের পুকুরে ডুবে ছাত্রের মৃত্যু
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:৫৪ ২৩ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলনের সময় স্কুলের পুকুরে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওই উপজেলার দক্ষিণ টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
মৃত রেজাউল টিয়াখালীর সোলায়মান হাজীর ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনা বিশ্বাস জানান, অনুশীলনের সময় রেজাউল হঠাৎ পুকুরে পড়ে যায়। শিক্ষার্থীরা তাকে ভাসতে দেখে শিক্ষকদের ডাকে। পরে রেজাউলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুকুরে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় কেউ অভিযোগ করেনি।
ডেইলি বাংলাদেশ/এআর