কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষ, আহত ৩
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:২৮ ২৯ জানুয়ারি ২০২০ আপডেট: ২০:২৯ ২৯ জানুয়ারি ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- হাফিজুর রহমান, শাহাদাত হোসেন, জাকির হোসেন।
বুধবার বিকেলে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরের ঠিকাদারী প্রতিষ্ঠান ইরা কনস্ট্রাকশনের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিক সরবরাহকারী হারুন ও রতন সাহা গ্রুপের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে এ সংঘর্ষ হয়। এতে হারুন গ্রুপের দুইজন ও রতন গ্রুপের একজন শ্রমিক আহত হন।
কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/এআর