Alexa কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারেও চাঁদের হাট, থাকছেন অমিতাভ, জয়া

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

কলকাতা চলচ্চিত্র উৎসবে এবারেও চাঁদের হাট, থাকছেন অমিতাভ, জয়া

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:৩৯ ২ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন আগামী ৮ নভেম্বর। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে চাঁদের হাট। 

উদ্বোধনের দিন উপস্থিত থাকছেন বিগ বি অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখি গুলজার, গৌতম ঘোষ, অ্যান্ডি ম্যাকডোয়েল মাধবী মুখোপাধ্যায় সহ অন্যান্য তারকারা। উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও। তবে তিনিও এখনো নিশ্চিতভাবে কিছু জানাননি বলেই ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করেছে। এছাড়া আসছেন হলিউডের কিছু পরিচালকও।

এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৫তম বর্ষ। আর এ বছরই যেহেতু সত্যজিৎ রায় পরিচালিত ছবি ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবিটির ৫০তম বর্ষপূর্তি, তাই উৎসবের সূচনা হবে এই ছবি দিয়েই। এই প্রথমবার থ্রিডিতে দেখানো হবে ছবিটি। 

এ বিষয়ে কলকাতার মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, ১৪ নভেম্বর ছোটদের জন্য চলচ্চিত্র উৎসবে মোট ৪টি ছবি দেখানো হবে। এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি। উৎসবের থিম সং বানিয়েছেন বিক্রম ঘোষ। 

শুক্রবার শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন হয়। যেখানে উপস্থিত ছিলেন, কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি চেয়ারম্যান রাজ চক্রবর্তী, মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী কোয়েল মল্লিক।

এবার চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মোট  ৯২ টি শর্ট ফিল্ম ও ৫৭ টি ডকুমেন্টারি দেখানো হবে। চলচ্চিত্র উৎসবে মোট ৭৬টি দেশের ছবি দেখানো হবে। যার মধ্যে থাকছে আফগানিস্তান, সিরিয়া, গুয়াতেমালা, উরুগুয়ে সহ আরো বেশকিছু দেশের ছবি। 

এছাড়া, থ্রিডি ছবিগুলি বিজলি ও প্রিয়া সিনেমা হলে দেখানো হবে। অন্যান্য ছবিগুলি দেখানো হবে নন্দন ১ ও ২, নবীনা, অজন্তা, অবনী, নজরুল তীর্থ, শিশির মঞ্চ, রবীন্দ্র সন্দন, আইনক্স সিটি সেন্টারসহ আরো বেশকিছু প্রেক্ষাগৃহে।

ডেইলি বাংলাদেশ/টিএএস