Alexa কলকাতায় বহুতল ভবনে আগুন

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

কলকাতায় বহুতল ভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৫০ ২৬ এপ্রিল ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় চৌরঙ্গি রোডের এক্সাইড মোড়ের একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ব্রিগেডের ৮টি ইউনিট।

ফায়ার ব্রিগেড সূত্রে কলকাতার সংবাদমাধ্যম নিউজ১৮ বাংলা জানায়, শুক্রবার সকালে এ আগুনের সূত্রপাত। আগুনে সৃষ্ট ধোঁয়ায় গোটা এলাকার বাসিন্দারা আতঙ্কিত।

সংবাদমাধ্যমটি আরো জানায়, বহুতল ভবনটির চারতলা থেকে আগুন লেগেছে ৷ ওই ভবনে একাধিক সংস্থার অফিস রয়েছে ৷ অন্যতলাগুলোতেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুনের ভয়াবহতার কারনে দ্রুত খালি করা হয়েছে ভবন। অন্যত্র সরানো হয়েছে বাসিন্দাদের।

প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ব্রিগেডের কর্মীদের। তারা কাঁচ ভেঙে ধোঁয়া বের করে আগুনের উৎসের কাছে পৌঁছনোর চেষ্টা করছে ৷ 

ফায়ার ব্রিগেডে সূত্র আরো জানায়, চারতলায় ফ্যাশন ডিজাইনিং অফিস থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকেই ছড়িয়ে পড়ে আগুন৷ তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয় ৷

এরইমধ্যেই প্রচণ্ড তাপে ভেঙে পড়েছে ওই ভবনের একাংশ ৷ ভেতরে দাহ্য বস্তু থাকায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ছে ৷ ধোঁয়ার কারণে পাশের বহুতল ভবনও খালি করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে