Alexa উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

উত্তরখানে গ্যাসের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

 প্রকাশিত: ১৩:৪৯ ১৩ অক্টোবর ২০১৮   আপডেট: ১৭:০৬ ১৩ অক্টোবর ২০১৮

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর উত্তরখান ব্যাপারীপাড়া এলাকায় তিনতলা একটি ভবনে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে একজন মারা গেছেন। 

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. আজিজুল। তার শরীরের ৯৯ ভাগ পুড়ে গিয়েছিল।

এর আগে ভোররাত চারটার দিকে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন পরিবারের আটজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু। তাদের মধ্যে আজিজুল মারা গেলেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

দগ্ধরা হলেন- ডাবলু (৩৩), আনজুম (৩৩), আবদুল্লাহ (৫), উর্মি (১৬), পূর্ণিমা (৩০), সুফিয়া (৬০) ও সাগর (১৪)। 

ফায়ার সার্ভিসের উত্তরা কার্যালয়ের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম জানান, ভবনটির নিচতলায় গ্যাসের লাইনে আগে থেকেই লিকেজ ছিল। দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গেই আগুন লাগে। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ