Alexa কমলগঞ্জে পুকুরে ভাসলো ৪০ টুকরো কাঠ

ঢাকা, মঙ্গলবার   ১৮ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৫ ১৪২৬,   ২৩ জমাদিউস সানি ১৪৪১

Akash

কমলগঞ্জে পুকুরে ভাসলো ৪০ টুকরো কাঠ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪৪ ৫ ডিসেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জের একটি পুকুর থেকে ভাসমান ৪০ টুকরো চোরাই কাঠ উদ্ধার করেছে পুলিশ ও বনবিভাগ। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুমড়াকাপনের প্রবাসী সুফি মিয়ার বাড়ির পুকুর থেকে কাঠগুলো উদ্ধার করা হয়। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সুফি মিয়ার পুকুরে কালাছড়া সংরক্ষিত বনের বাপার জোনের আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ চোরাই কাঠ ভেসে উঠেছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলো উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের অপরাধ দমন ইউনিট এবং পুলিশ।

তিনি আরো জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ