Alexa কমলগঞ্জে চ্যাম্পিয়ন রহিমপুর ইউপি  

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কমলগঞ্জে চ্যাম্পিয়ন রহিমপুর ইউপি  

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৮ ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কমলগঞ্জে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রহিমপুর ইউপি চ্যাম্পিয়ন হয়েছে।

সোমবার বিকেলে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ট্রাইব্রেকারে রহিমপুর ইউপি দল ৪-৩ গোলে মাধবপুর ইউপি দলকে পরাজিত করে। 

এর আগে ফাইনাল খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ ড্র হয়। খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জের ইউএনও আশেকুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পিকার, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।


পরে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ টুর্নামেন্টে ১০টি দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা হয়। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ