Alexa কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৭ ১৪২৬,   ২৫ জমাদিউস সানি ১৪৪১

Akash

কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

কমলগঞ্জ (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৭ ১২ মার্চ ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারে কমলগঞ্জ থানার আয়োজনে উপজেলার নির্বাচন ঘিরে সব প্রাথীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ সরকারি গণ-মহাবিদ্যালয় হল রুমে এ সভা হয়। কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার এসপি মোহাম্মদ শাহ জালাল।

তিনি বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কাউকে ছাড় দেয়া হবেনা। নির্বাচনে প্রার্থীর সঙ্গে পুলিশ সদস্যদের সখ্যতার প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

সভায় সিনিয়র পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল আশরাফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অ্যাডিশনাল এসপি মো.আনোয়ারুল হক, উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কমলগঞ্জ সরকারী গণ-মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মো.রফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, আব্দুল আহাদ মিনার। ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সিদ্দেক আলী, শাব্বীর এলাহী, রামভজন কৈরী ও আব্দুল মুহিন ফারুক, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী পারভীন আক্তার লিলি ও বিলকিছ বেগমসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজ ও স্থানীয়রা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ