Alexa কবি নজরুল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ২ ১৪২৬,   ১৯ রবিউস সানি ১৪৪১

কবি নজরুল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৩

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২৩:৫৯ ১৮ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ভর্তির পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। 

সোমবার সকালে ‘বি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় একজন ও বিকেলের শিফটে পরীক্ষঅয় প্রক্সি পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়। 

সকাল শিফটে আটক ময়মনসিংহের ফুলবাড়ীয়ার বাছির আহমেদের ছেলে এহসান আহমেদ ও বিকেলের শিফটে আটক ময়মনসিংহ সদরের আকুয়ার সাইফুল ইসলামের মেয়ে নওশিন সায়েরা উদরিন এবং তাকে আনা মাগুরার হারুনুর রশিদের ছেলে ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. হিল্লোল বিশ্বাস।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান জানান, ‘বি’ ইউনিটের সকাল শিফটে ডিজিটাল ডিভাইস বহন করায় এহসানকে আটক করা হয়। এছাড়া বিকেলের শিফটে ফারহানা তাজমিম কণার প্রক্সি পরীক্ষার্থী সায়েরা উদরিনকে আটক করে প্রক্টোরিয়াল বডি। সায়েরা ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী বলে দাবি করেছে। এছাড়া সায়েরাকে আনা হিল্লোল বিশ্বাসকে আটক করা হয়। পরে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরশাদ উদ্দিনের ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মিডিয়া ও প্রচার উপ-কমিটির সদস্য-সচিব এস. এম হাফিজুর রহমান জানান, ‘বি’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রোমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিভাগ রয়েছে। ‘বি’ ইউনিটে ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে আট হাজার ৯০৭টি। সকাল ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম শিফট ও বেলা ২ টা থেকে ৩ টা ৩০ মিনিট পর্যন্ত দ্বিতীয় শিফটে পরীক্ষা হয়। 

তিনি আরো জানান, ২১ নভেম্বর ‘সি’ ইউনিটে ১৯, ‘ডি’ ইউনিটে ২০ এবং ‘ই’ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। পাঁচটি ইউনিটের ২৩টি বিভাগে মোট আসন সংখ্যা এক হাজার ৬০টি। উল্লেখিত আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে সাত হাজার ১, ‘বি’ ইউনিটে আট হাজার ৯০৭, ‘সি’ ইউনিটে পাঁচ হাজার ২০৩, ‘ডি’ ইউনিটে ১২ হাজার ৪০ ও ‘ই’ ইউনিটে এক হাজার ৭৭৯টি আবেদনসহ সর্বমোট ৩৪ হাজার ৯৩০টি আবেদন জমা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ