Alexa কবিতারা || সুমী সিকানদার

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

কবিতারা || সুমী সিকানদার

কবিতা ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪২ ১৬ এপ্রিল ২০১৯  

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

১||


কোন অন্ধকার স্যাঁতস্যতে সিড়িঘরের জন্য কিম্বা
সিমেন্ট উঠে যাওয়া বসার ঘরের দেয়াল কিম্বা
টিপু সুলতানের পেল্লায় ছবি তার পিছনে বখাটে টিকটিকি, অথবা

মায়ের গামছা মাথায় ঘুরিয়ে ঘুরিয়ে চুল বড় বানিয়ে হাত খোঁপা, 
টিনে পাত দেয়া তপ্ত ছাদে ফোস্কা পা, ফস্কানো চোখ, আর
পোকা শুদ্ধ পেয়ারায় কামড় কিম্বা

উঠোনে সারি বেঁধে আচারের ঘন বসতি, 
কাটাচামচে ক্ষতবিক্ষত চালকুমড়োর মোরব্বা,
ছোটছোট বোকা বোকা চিরকুট কিম্বা
পেন্সিলে আঁকা জুতোর ফিতে, এনালগ ছয় ডিজিট ৩৮২৩৮৩...

অথবা, বাবার হারমনিয়াম, সাদাকালো রিডে গণসঙ্গীত, 
মায়ের আলমিরায় দেখে ফেলা রক্ষাকবচ, তাবিজ, সুতলি...

কোনোকিছুর জন্যই কোনো নস্টালজিয়া, নেই আমার।

২||


তুমি কে আমার অচেনা শহর জলচেরা বৃষ্টি? 
ভেজা করিডোরের সারা গায়ে ঝাপসা রঙ
এবং ঝিমানো কফি।
হেলানো বেতের শরীরে উলের গোলার পিছে ছুটে বেড়ায় রিংটোন।

ঘোলা সকালের রোদ লুকানো ঘুমের নাম মনে পড়ে
তুমি কেন বিরতির পরের মেট্রো, হুহু স্টেশনের খাপছাড়া মাত্রা বৃত্ত।

যেতে যেতে হাত বের করে জেনে নাও পথের গতিবিধি
হাতে তোমার চোখফোন,তাতে তোমার চলার ঠিকুজি।

চোখে লাগানো মেটাফোর পাসওয়ার্ড।কাচের এপাশে আর মনে নেই
আঙ্গুলের কারসাজিতে আনফলো হয়ে গেছে আমার প্রোফাইল।

তুমি পারো লুব্ধক,
ফোঁটা ফোঁটা বৃষ্টির ধারালো অনুযোগের পর হুট করে মেসেজ ঢুকে পরে শহরে।

তোমার ডাকনামে যে ফুল, আজ সে শহরে যাচ্ছি লুকিয়ে।।

৩||


কেউ কেউ পৃথিবীতে কারো জন্যই আসে না।
ঘাস পেরুনো মাঠের কিনার ঘেঁষে ঘেঁষে,
কোনও স্টেশনে কোনও ট্রেন তার জন্য থামে না।


কোন বিবাগীর গেরুয়া রঙ মানায় না তার পরনছুঁয়ে
কেউ গান বাঁধে না চোখের সাদা অংশ জুড়ে অতলজল জমিয়ে।

কেউ কেউ কারো কাছেই সময় মতো চিঠিটা পাঠাতে পারে না
ভুল সময়ে পৌছানো চিঠিতে আর যাই হোক
কাটাকাটি খেলার ঘর করা নেই।
দান ফিরাবার আগে তোমার ঘরটাই চিনতে হত হে ডাকপিওন।

ডেইলি বাংলাদেশ/আরএস/আরআর