Alexa কফিশপে প্রেম, অবশেষে একই দিনে মৃত্যুর দেশে 

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কফিশপে প্রেম, অবশেষে একই দিনে মৃত্যুর দেশে 

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:১৯ ১৬ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একটি কফিশপে পরিচয় তাদের। প্রায় ৭২ বছর আগের কথা। চুটিয়ে এক বছর প্রেম করেছেন। অতঃপর বিয়ে। অবশেষে একইসঙ্গে চলে গেলেন পরপারে।

এ দুই প্রেমিক যুগলের নাম হারবার্ট ডিলেইগলি এবং ম্যারিলিন ফ্রান্সিস ডিলেইগলি। তারা যুক্তরাষ্ট্রের নাগরিক। গেল শুক্রবার তারা মারা যান। মৃত্যুকালে স্বামীর বয়স হয়েছিল ৯৪ বছর আর স্ত্রীর ৮৮ বছর। 

গেল বছর সিএনএনে এক স্বাক্ষাৎকারে স্বামী হারবার্ট ডিলেইগলি বলেছিলেন, ফ্রান্সিস (তার স্ত্রী) ভার্জিনিয়ার ওয়ানসবোরোর একটি ছোট্ট কফিশপে কাজ করতো। তার সঙ্গে একদিন দেখা হয়। এরপর থেকে আমি সেখানে তাকে দেখার জন্যই যেতাম। শেষে একদিন আমি তাকে বললাম, যদি তার সুযোগ হয় তাহলে বাইরে কোথাও একটু সময় কাটাতে চাই।

সাক্ষাৎকারে ওই দম্পতি জানান, হারবার্ট সাহস করে যেদিন ফ্রান্সিসকে ওই কথা বলেন তার কয়েকদিন পর তারা সিনেমা দেখতে যান। আর এর মাধ্যমে তাদের প্রেমের শুরু। এক বছর প্রেম করার পর একদিন হারবার্ট বিয়ের প্রস্তাব দিলে রাজি হন ফ্রান্সিস।

ডেইলি বাংলাদেশ/জেডআর


 

Best Electronics
Best Electronics