Alexa কফিনবন্দি হয়ে বিয়ের আসরে কনে

ঢাকা, রোববার   ১৫ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

কফিনবন্দি হয়ে বিয়ের আসরে কনে

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩০ ২১ নভেম্বর ২০১৯   আপডেট: ১৯:৩৯ ২১ নভেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজের বিয়ের আসরে কফিনবন্দি হয়ে আসলেন কনে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভাইরাল।

ওই ভিডিওতে দেখা গেছে, একটি বিয়ের আসর। সেখানে হবু বরসহ আত্মীয় পরিজন সবাই কনের আসার অপেক্ষা করছেন।

কনের বদলে সেখানে এল কালো কাপড়ে ঢাকা এটি বড় বাক্স। কালো কাপড় সরে যেতেই দেখা গেল একটি সাদা কফিন।

কোথায় গেলেন কনে? আর বিয়ের আসরে কফিনই বা এল কোথা থেকে? সবাই যখন এর ওর মুখ চাওয়া-চাওয়ি করছেন, হঠাৎই খুলে যায় কফিনের ডালা।

আর কফিনের ভিতর থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন কনে। তার এ কাণ্ড দেখে সবাই হাসতে শুরু করেন।

পরে অবশ্য সংবাদমাধ্যমকে কনে জানিয়েছেন, মৃত্যুও যে তাদের আলাদা করতে পারবে না, এ বার্তাই তার হবু স্বামীসহ সবাইকে দিতে চেয়েছেন তিনি’। আর এজন তিনি এই ‘বিশেষ’ বন্দোবস্ত করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমএইচ