Alexa কঠোর নিরাপত্তা ভেদ করে অজি টিম বাসে ঢিল!

ঢাকা, শনিবার   ১৭ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

কঠোর নিরাপত্তা ভেদ করে অজি টিম বাসে ঢিল!

 প্রকাশিত: ১১:৪৬ ৫ সেপ্টেম্বর ২০১৭  

প্রথম দিনের খেলা শেষে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে সফররত অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের টিমবাসে ঢিল মারার ঘটনা ঘটেছে! কঠোর নিরাপত্তার মধ্যেও কে বা কারা ছোট একটি পাথরখণ্ড দিয়ে বাস লক্ষ্য করে ঢিল ছোড়ে। তবে এতে কারও আঘাত লাগেনি। ঘটনার তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নিরাপত্তাপ্রধান শন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, `গত রাতে হোটেলে ফেরার সময় অস্ট্রেলিয়া দলের বাসের একটা জানালা ভেঙেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা কর্মকর্তারা আলোচনা করে জানতে পেরেছেন, এটা ছোট্ট একটা পাথরের আঘাত। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাটা গুরুত্বের সঙ্গে নিয়েছে। চলাচলের রুটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। `

এত কঠোর নিরাপত্তার মধ্যেও এমন ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে চট্টগ্রামের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় আজ টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হয়েছে। হোটেল থেকে মাঠে আসা-যাওয়ার রুটও বদলে ফেলা হয়েছে। টিম হোটেল, চলাচলের রাস্তা, স্টেডিয়াম ও স্টেডিয়ামের আশপাশে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

ডেইলি বাংলাদেশ/আরএজে

Best Electronics
Best Electronics