Alexa কংগ্রেসে ছেড়ে বিজেপিতে আরও ১০ বিধায়ক

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

কংগ্রেসে ছেড়ে বিজেপিতে আরও ১০ বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫৬ ১১ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসের সঙ্কট যেন বেড়েই চলেছে। কর্ণাটকের পর এবার গোয়া থেকেও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন দলটির ১০ বিধায়ক।

বুধবার রাতেই দিল্লিতে পৌঁছেছেন তারা। এদের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা চন্দ্রকান্ত বাবু কাভেলকর। নতুন সরকারে তাকে উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হতে পারে। - খবর এনডিটিভি

দলত্যাগী এই ১০ বিধায়কের মধ্যে রয়েছেন বাবু কাভালেকর, বাবুশ মোনসেরাটে, জেনিফার মোনসেরাটে, টোনি ফার্নান্দেজ, ফ্রান্সিস সিলভেরিয়া, ফিলিপে রডরিগজ, ক্লাফাসিও, উইল্ডফ্রে ডি সিলভা, নীলকান্ত হালানকার ও ইসিডোরে ফার্নান্দেজ। বৃহস্পতিবার তা অমিত শাহর সঙ্গে দেখা করবেন।

বুধবার সন্ধ্যায় স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন ওই ১০ বিধায়ক। একটি চিঠি লিখে তাদের দল ছাড়ার কথা ঘোষণা করেন তারা। সে সময় বিধানসভা চত্বরে ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।

গোয়ার বিধানসভায় আসনসংখ্যা ৪০। এর মধ্যে রয়েছে বিজেপির ১৭ জন, কংগ্রেসের ১৫ জন, এনসিপির একজন, মহারাষ্ট্র গো মন্তক পার্টির একজন এবং গোয়া ফরওয়ার্ড পার্টির তিনজন। এখন কংগ্রেসের ১০ বিধায়ক বিজেপিতে যোগ দেয়ায় বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়াচ্ছে ২৭ জন। 

এ নিয়ে গোয়া বিধানসভায় ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানান, কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসছেন ১০ বিধায়ক। স্পিকার রাজেশ পটনাইক তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

ডেইলি বাংলাদেশ/মাহাদী
 

শিরোনাম

শিরোনামরাজশাহীতে পাসের হার ৭৬.৩৮% জিপিএ ৫ পেয়েছেন ছয় হাজার ৪২৯ শিরোনামবন্যা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত: সেনাপ্রধান শিরোনামদিনাজপুরে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন চার হাজার ৪৯ শিরোনামসিলেটে পাসের হার ৬৭.০৫% জিপিএ ৫ পেয়েছেন এক হাজার ৯৪ শিরোনামএইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৪৭ হাজার ২৮৬ জন শিরোনামপ্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি শিরোনামসেনাবাহিনী-বিজিবির চেষ্টায় বান্দরবানের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক শিরোনামবিজিবি`র সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত শিরোনামহজে যেয়ে এখন পর্যন্ত ৬ বাংলাদেশির মৃত্যু শিরোনাম‘বেনাপোল এক্সপ্রেস’র উদ্বোধন আজ