Alexa ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের অধিনায়ক থাকছেন না কোহলি

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের অধিনায়ক থাকছেন না কোহলি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:০৭ ১৩ জুলাই ২০১৯  

উইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বিশ্রাম দেয়া হচ্ছে তাকে।

টানা খেলার মধ্যে থাকা ভারতের অধিনায়ককে লম্বা সময়ের জন্য ছুটি দেয়ার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শুধু কোহলি না, পরবর্তী সিরিজে বিশ্রাম দেয়া হবে পেসার জাসপ্রীত বুমরাহকেও।

টানা খেলার মধ্যে থাকায় চোটের সমস্যা এড়ানো এবং খেলোয়াড়দের সতেজ রাখার জন্য এই বিশ্রামের ব্যবস্থা করেছে ভারত।

বিসিসিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজে থাকবেন না বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরা। তারা দুইজন দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাদের সতেজ রাখতে ও পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে টেস্ট সিরিজেও তাদেরকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

নিয়মিত অধিনায়ক কোহলির অনুপস্থিতিতে ভারতকে ওয়ানডে ও টি-২০ ম্যাচে নেতৃত্ব দিবেন ওপেনার রোহিত শর্মা। টেস্টে সে দায়িত্ব পালন করবেন ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।

ডেইলি বাংলাদেশ/আরএ