Alexa ওসি মোয়াজ্জেমের মামলা তদন্তে সোনাগাজীতে পিবিআই

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৩ ১৪২৬,   ১৮ মুহররম ১৪৪১

Akash

নুসরাত হত্যা

ওসি মোয়াজ্জেমের মামলা তদন্তে সোনাগাজীতে পিবিআই

ফেনী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪৩ ২৪ এপ্রিল ২০১৯   আপডেট: ২০:৪৫ ২৪ এপ্রিল ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডে জবানবন্দির ভিডিও ভাইরাল করার দায়ে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে করা মামলা তদন্তে সোনাগাজীতে পৌঁছেছে পিবিআই’র একটি দল।

বুধবার বিকেলে পিবিআই সদর দফতরের এডিশনাল এসপি রিমা সুলতানার নেতৃত্বে দলটি সোনাগাজী মডেল থানায় পৌঁছে। এ সময় তারা সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, থানার এসআই করিমুল হকের মতামত গ্রহণ করেন।

২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে নুসরাত জাহান রাফি থানায় গেলে ওসি মোয়াজ্জেল নিজের ফোনে অভিযোগের ভিডিও করেন। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা হয়। এ মামলায় তদন্তের স্বার্থে ওসির ব্যবহৃত দুটি ফোন জব্দ করে পিবিআই।

পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন জানান, নুসরাতের বক্তব্য ভিডিও করার সময় তিনি ওসি মোয়াজ্জেমের অফিসে প্রবেশ করেন। সেখানে নুসরাতের বান্ধবীর বক্তব্য শুনে বিষয়টি আইনের চোখে দৃষ্টিকটু বলে বের হয়ে যান। ওই সময় নুসরাতের বান্ধবী, এসআই করিমুল হক, নুসরাতের মা ও দুই ভাই উপস্থিত ছিলেন।

পিবিআই সদর দফতরের এডিশনাল এসপি রিমা সুলতানা বলেন, আমরা থানার কার্যক্রম শেষ করেছি। সাক্ষ্য গ্রহণ চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ডেইলি বাংলাদেশ/এআর