Alexa ওমরাহযাত্রীদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

সৌদিতে বাস দুর্ঘটনা

ওমরাহযাত্রীদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:০০ ১৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০০:০৩ ১৯ অক্টোবর ২০১৯

সৌদি আরবে বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলে আশঙ্কা করছে বাংলাদেশ মিশন। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন।

তিনি বলেন, বাসে আগুন লেগে মরদেহগুলো এতোটা পুড়ে গেছে যে চেনার উপায় নেই। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, নিহতদের মধ্যে আমাদের সাতজনের মত থাকতে পারে। তবে ডিএনএ পরীক্ষার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখহাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ৩৫ জনের মৃত্যু হয়, আহত হন চারজন। 

এদিকে, দার আল-মিকাত ওমরাহ এজেন্সির মালিক সৌদি প্রবাসী বাংলাদেশি সাংবাদিক শেখ লিয়াকত আহম্মেদকে জানান, দুর্ঘটনায় পড়া ওই বাসে ১১ জন পাকিস্তানী, ১৩ জন ভারতীয়, ৯ জন বাংলাদেশি, ৫ জন ইয়ামেনি যাত্রী ছিলেন। আর বাসের চালক ছিলেন সিরিয়ার নাগরিক।

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা বলছেন, বাসযাত্রার শুরুতে মোট ১৩ জন বাংলাদেশি ওই দলে ছিলেন বলে তারা তথ্য পেয়েছেন। তাদের মধ্যে কয়েকজন পরে নেমে যান।

কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হতে আমরা সৌদি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছি। নিশ্চিত হতে পারলে আমরা তখন জানাতে পারব।

ডেইলি বাংলাদেশ/আরএ