Alexa ওজুতে অতিরিক্ত আঙুল ধৌত করার বিধান কী?

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ওজুতে অতিরিক্ত আঙুল ধৌত করার বিধান কী?

মুফতী শহীদুল ইসলাম ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৫৫ ৮ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রশ্ন: আমার জানার বিষয় হলো, ওজুতে হাত পায়ের অতিরিক্ত আঙ্গুল ধৌত করার হুকুম কী? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: ওজুতে হাত পায়ের অতিরিক্ত আঙ্গুল ধৌত করা ফরজ। উল্লেখ্য, অজুতে ধৌত করতে হয় এমন অঙ্গ একাধিক থাকলে যদি সবক’টি পূর্ণাঙ্গ এবং মিলিত থাকে তাহলে সবক’টিকে ধৌত করতে হবে। আর যদি মিলিত হয়ে ১টি পূর্ণাঙ্গ আর অপরটি অপূর্ণাঙ্গ থাকে তাহলে পূর্ণাঙ্গটির ফরজ পরিমাণ ধৌত করলেই চলবে। আর যদি একাধিক অঙ্গ পৃথকভাবে থাকে তাহলে সবক’টি দিয়ে সমানভাবে কাজ চললে সব কটিকে ধৌত করতে হবে। অন্যথায় যেটি দিয়ে কাজ চলে শুধুমাত্র ওই অঙ্গটি ধৌত করতে হবে।

(তাতারখানিয়া: ১/২০০, আদ্দুরুল মুখতার:১/২২৯, আল বাহরুর রায়েক:১/৩০, ফাতহুল কাদীর: ১/১২, হিন্দিয়া:১/৬)।

ডেইলি বাংলাদেশ/আরএজে