Alexa ঐক্যফ্রন্টের জনসভায় যাচ্ছেন না ড. কামাল

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

ঐক্যফ্রন্টের জনসভায় যাচ্ছেন না ড. কামাল

 প্রকাশিত: ১২:১৩ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৪:১৮ ৯ নভেম্বর ২০১৮

ড. কামাল হোসেন। ফাইল ছবি

ড. কামাল হোসেন। ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন শারীরিক অসুস্থতার কারণে রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভায় যাচ্ছেন না বলে জানা গেছে।

শুক্রবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একইদিন সকালে ড. কামালের শারীরিক অসুস্থতার বিষয়টি সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন।  

সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণাসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি আসতে পারে।  

ঢাকা থেকে রাজশাহী অভিমুখে রোডমার্চ করার কথা থাকলেও তা স্থগিত করে সরকার বিরোধী এ জোট।

এদিকে সমাবেশ সফল করতে এরইমধ্যে সব প্রস্তুতি সেরেছেন রাজশাহী বিএনপির নেতারা।  

ডেইলি বাংলাদেশ/জেডআর/আরআই