Alexa এস এস মিউজিক ক্লাবের নতুন গান ‘বায়না মন’

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

এস এস মিউজিক ক্লাবের নতুন গান ‘বায়না মন’

বিনোদন প্রতিবেদক

 প্রকাশিত: ১৩:৪৮ ৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:২০ ৯ জানুয়ারি ২০১৯

‘বায়না মন’ মিউজিক ভিডিওর দৃশ্য

‘বায়না মন’ মিউজিক ভিডিওর দৃশ্য

সিনেমার পাশাপাশি ভালো গান পেলেই ভিডিওর মডেল হন ঢাকাই সিনেমার নায়ক আসিফ ইমরোজ। এর আগে অনেকের সঙ্গে পর্দা ভাগ করলেও এবারই প্রথম মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে জুটি বেঁধে গানের মডেল হলেন।

সম্প্রতি তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী আর জয় ও নুসরাতের কণ্ঠে ‘বায়না মন’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তারা। বিলিয়ান বিপুর কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। ভিডিও পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ১০ই জানুয়ারি সন্ধ্যায় ‘বায়না মন’ গানটি প্রকাশ পাবে। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।

গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে। সুন্দর সুন্দর লোকেশনও তুলে ধরা হয়েছে গানটির ভিডিওতে। 

নির্মাতা ওসমান মিরাজ বলেন, আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। আসিফ আর তানহা গানটির ভিডিওতে বেশ ভালো কাজ করেছে। ইডিটিংও বেশ যত্নসহকারে করা হয়েছে। সবকিছু মিলিয়ে কাজটি নিয়ে আশাবাদী আমি।

ডেইলি বাংলদেশ/এনএ/টিএএস

Best Electronics
Best Electronics