Alexa এস আলম পরিবহন থেকে ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক

ঢাকা, বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

এস আলম পরিবহন থেকে ইয়াবা জব্দ, চালক-হেলপার আটক

 প্রকাশিত: ১৪:২৪ ৮ অক্টোবর ২০১৮   আপডেট: ১৪:২৪ ৮ অক্টোবর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় রোববার দিবাগত মধ্যরাতে এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২১ হাজার ২০০ ইয়াবা জব্দ করেছে র‌্যাব।

এসময় বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন- চালক মো. অহিদুল আলম ও হেলপার মো. মোশারফ আলী।

র‌্যাব জানায়, এস আলম পরিবহনের বাসটিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, ঢাকাগামী এস আলম পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-০৫৮৩) থামানোর সংকেত দেয়া হয়। কিন্তু বাস না থামিয়ে চেকপোস্ট অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করে। র‌্যাব সদস্যরা গাড়িটির পিছু নিয়ে আটক করে।

পরে বাসের যাত্রী ও গাড়িতে তল্লাশি করা হয়। এসময় চালক ও সহকারীর আচরণ সন্দেহজনক মনে হয়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাসটির ড্রাইভিং সিটের পেছনে রক্ষিত টুলবক্সের নীচে সুকৌশলে লুকানো অবস্থায় মোট ২১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে