Alexa এসি ছাড়াই ঠাণ্ডা রাখুন ঘর

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

এসি ছাড়াই ঠাণ্ডা রাখুন ঘর

 প্রকাশিত: ০৯:৩৩ ২ জুন ২০১৭  

সারাদিনের ক্লান্তি নিয়ে রাতে ঘরে ঢুকেছেন আরামের ঘুম দিতে। তবে উনুনের মতো গরম ঘরটি যেন তাতিয়ে তুলছে আপনাকে। যাদের এসি আছে তারা বেঁচে গেলেও অন্যদের ঘুম হারাম। ভাবছেন কী করবেন? তাহলে জেনে রাখুন এসি ছাড়াই ঘরকে ঠাণ্ডা করার দারুণ এই উপায়টি- এক্ষেতে আপনার প্রয়োজন হবে একটি টেবিল বা স্ট্যান্ড ফ্যান। সবার আগে ঘরের জানালা খুলে দিন। জানালার মাঝ বরাবর টেবিল ফ্যানটি রাখুন। ফ্যানের মুখ থাকবে আপনার দিকে। এতে ফ্যান বাইরের ঠাণ্ডা বাতাস ঘরে টেনে আনবে। এখন ফ্যানের ঠিক সামনে বরফ ভর্তি একটি বড় বাটি রেখে ফ্যান ছেড়ে দিন। ব্যাস ঠাণ্ডা বাতাস উপভোগ করুন। ডেইলি বাংলাদেশ/এসআই