Alexa এসব করলে তো বিয়ে হবে না: রাবাকে তার মা

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

এসব করলে তো বিয়ে হবে না: রাবাকে তার মা

 প্রকাশিত: ১২:০৫ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১২:০৫ ১০ নভেম্বর ২০১৮

রাবা খান

রাবা খান

রাবা খান। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং সরব তিনি। মাঝেমধ্যেই শখের বসে ভিডিও করে সেটি আবার শেয়ারও করেন। আর তার এসব কিছুই মজার ছলে। ফেসবুকের টাইমলাইনে পাওয়া যায় রাবা’র সেই ভিডিও।

এদিকে, তরুণদের কাছে বেশ জনপ্রিয়ও তিনি। তবে রাবার মা বললেন ভিন্ন কথা। তিনি এসব কিছুই রাবার ‘ভাঁড়ামো’ বলছেন। আর তিনি এও বলেছেন, এই ভাঁড়ামো করে গেলে নাকি তার বিয়ে হবে না।
 
মায়ের এ কথা শুনে রাবা বলেন, অনেকে ভাঁড়ামো আর রসের ব‍্যবধান করতে পারেন না। সারাবিশ্বে কমেডিয়ান হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও এখন জায়গা করে নিচ্ছে। সেটা রসবোধের কারণে। আমাদের দেশে এ রসবোধ বিষয়টিকে ভালোভাবে নেয়া হয় না। 

এছাড়া গতকাল বাংলা একাডেমিতে ছিল আন্তর্জাতিক সাহিত্য উৎসবের দ্বিতীয় দিন। বিকালে উৎসবের কসমিক টেন্টে ছিল রাবা খান ও ফারিহা পান্নির অধিবেশন ‘উইমেন অ্যান্ড উইট’।

এ অধিবেশনে নানা প্রশ্নের জবাব দেন রাবা খান। এই অধিবেশন প্রসঙ্গে উৎসবের অন্যতম পরিচালক আহসান আকবর বলেন, এটি এ বছরের নতুন সংযোজন। কমেডিয়ান হিসেবে নারীর অবস্থান ও গ্রহণযোগ্যতা বিশ্বব‍্যাপী বাড়ছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩