Alexa এসবিএসপি সম্মাননা পাচ্ছেন আটজন

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

এসবিএসপি সম্মাননা পাচ্ছেন আটজন

সাহিত্য ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪১ ৩০ জুন ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

শিল্পসাহিত্য বিশেষ অবদানের জন্য আটজনকে সম্মাননা দিচ্ছে ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’ (এসবিএসপি)।

৬ জুলাই বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালায় এই সম্মাননা দেয়া হবে।

সম্মাননার জন্য মনোনীতরা হলেন- কবিতায় আলমগীর রেজা চৌধুরী, শিশুসাহিত্যে মোজাম্মেল হক নিয়োগী, জ্যোৎস্নালিপি ও শাম্মী তুলতুল, গীতি কবিতায় অতনু তিয়াস, উপন্যাসে কিঙ্কর আহসান, সাইন্স ফিকশনে রনক ইকরাম এবং ছোটগল্পে সাইফ বরকউল্লাহ।

সম্মাননার আয়োজন করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি)। সহযোগিতায় রয়েছে নীতুল প্রকাশনী।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল, মুক্তমনা কবি-সাহিত্যিক নিয়ে গঠন করা হয় ‘সোনার বাংলা সাহিত্য পরিষদ’। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ফখরুল হাসান ও সভাপতি তারেক হাসান জানান, প্রতিবছরই সংগঠনটির পক্ষ থেকে শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের জন্য এই সম্মাননায় ভূষিত করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরআর