Alexa এসপির ভাইকে পেটাল এডিশনাল এসপির ড্রাইভার

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

এসপির ভাইকে পেটাল এডিশনাল এসপির ড্রাইভার

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০১:১৪ ১৩ আগস্ট ২০১৯  

আহত মোকাম্মেল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

আহত মোকাম্মেল হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলায় রোববার বিকেলে এসপির বড় ভাইকে মারধরের অভিযোগ পাওয়া গেছে এক এডিশনাল এসপির ড্রাইভারের বিরুদ্ধে।

আহত মোকাম্মেল হোসেন ভোলা ডিসি কার্যালয়ের অফিস সহকারী। অভিযুক্ত জসিম উদ্দিন কনস্টেবল হিসেবে কর্মরত। তাকে ক্লোজড করা হয়েছে।

ভোলার এসপি সরকার মো. কায়সার বলেন, কনস্টেবল জসিম উদ্দিন এডিশনাল এসপির স্ত্রীকে শহরের পাখির পোল এলাকার ভাড়া বাসায় নামিয়ে দিতে যান। ওই সময় মোকাম্মেল হোসেন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তিনি সাইড চাইলে জসিম সাইড না দিয়ে গাড়ি ঘোরানোর চেষ্টা করেন। অনেকক্ষণ পর মোকাম্মেল মোটরসাইকেল নিয়ে গাড়ির পাশে গিয়ে জসিমের কাছে সাইড না দেয়ার কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন জসিম। পরে গাড়ি থেকে নেমে মোকাম্মেলকে মারধর করেন।

এসপি কায়সার আরো বলেন, আহত মোকাম্মেল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। অভিযুক্ত কনেস্টবল জসিমকে ক্লোজড করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর

Best Electronics
Best Electronics