Alexa এসএ গেমসে ডেপুটি শেফ দ্য মিশন এসপি জান্নাত

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

এসএ গেমসে ডেপুটি শেফ দ্য মিশন এসপি জান্নাত

ক্রীড়া প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪২ ২১ নভেম্বর ২০১৯  

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম সাউথ এশিয়ান গেমস। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের ‘ডেপুটি শেফ দ্য মিশন’ হিসেবে মনোনীত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ও বাংলাদেশ জুডো ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দা জান্নাত আরা।

বিশেষ পুলিশ সুপার জান্নাত আরাকে অভিনন্দন জানিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশন এক চিঠি দিয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, “বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ১৩তম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়ার জন্য আপনাকে বাংলাদেশ দলের ‘ডেপুটি শেফ দ্য মিশন’ হিসেবে মনোনীত করা হয়েছে। যা আপনার ও আপনার প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের।”

নেপালের কাঠমান্ডু ও পোখারা শহরে আগামী ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত হবে দক্ষিণ এশিয়ার এই শীর্ষ প্রতিযোগিতা। এইবার বাংলাদেশ থেকে ২৫টি ডিসিপ্লিনে খেলোয়াড় ও কর্মকর্তাসহ ৬৩০ জনের একটি দল অংশ নেবে।

ডেইলি বাংলাদেশ/আরএস