এসএ গেমসের ফুটবল দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০৪:৩২ ২০ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
সাউথ এশিয়ান গেমসের (এসএ গেমস) ত্রয়োদশ আসর ১ থেকে ১০ ডিসেম্বর নেপালের অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২০ জনের ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ দলের এই ইভেন্টে সিনিয়র কোটায় আছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ডিফেন্ডার ইয়াসিন খান ও ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ দল ঘোষণা করে।
২০ সদস্যের স্কোয়াডে নতুন মুখ চার জন। এরা হলেন- ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, সেন্টার ফরোয়ার্ড আল আমিন, গোলরক্ষক পাপ্পু হোসেন এবং মাহফুজ হাসান প্রীতম।
বাকি ফুটবলাররা হলেন- গোলরক্ষক আনিসুর রহমান জিকো, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, সেন্ট্রাল মিডফিল্ডার বিপলু আহমেদ, রবিউল হাসান, মাহবুবুর রহমান সুফিল, ফরোয়ার্ড সাদ উদ্দিন, রাকিব হোসেন, আরিফুর রহমান এবং মোহাম্মদ ইব্রাহিম।
ডেইলি বাংলাদেশ/আরএইচ