Alexa এসএসসি পরীক্ষার্থীদের রসায়নে কাঙ্খিত ফল পেতে হলে...

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

এসএসসি পরীক্ষার প্রস্তুতি: রসায়ন 

এসএসসি পরীক্ষার্থীদের রসায়নে কাঙ্খিত ফল পেতে হলে...

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২৪ ১৯ আগস্ট ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আশা করি ভালো আছো। আজ তোমাদের জন্য থাকছে রসায়নের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা। আশা করি উপকৃত হবে।

রসায়নের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

১. এখন পর্যন্ত সর্বমোট কতটি মৌল শনাক্ত হয়েছে? 

উত্তর : ১১৮টি

২. পর্যায় সারণিতে মৌলগুলোকে কিসের ভিত্তিতে ভাগ করা হয়েছে? 

উত্তর : মৌলগুলোর ধর্মের ভিত্তিতে

৩. মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?

উত্তর : ৬৭টি

৪. সিলভারের পারমাণবিক সংখ্যা কত? 

উত্তর : ৪৭

৫. ২০১২ সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলের মধ্যে কতটি মৌলকে প্রাথমিক মৌল বলা হয়? 

উত্তর : ৮৪টি

৬. পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয় কত সালে?

উত্তর : ১৯১৩ সালে

৭. পর্যায় সারণি কত বছর ধরে সংগৃহীত বিভিন্ন রাসায়নিক ধারণার এক অবিস্মরণীয় প্রতিফলন?

উত্তর : ১০০ বছর

৮. অন্তঃঅবস্থান্তর মৌল কোন গ্রুপের অন্তর্ভুক্ত?

উত্তর : ৩নং গ্রুপ

৯. মেন্ডেলিফ কোন দেশের বিজ্ঞানী ছিলেন?

উত্তর : রাশিয়া

১০. পর্যায় সারণির মৌলগুলোর বেশিরভাগই কত শতাব্দীতে আবিষ্কৃত হয়েছিল? 

উত্তর : অষ্টাদশ

১১. ল্যাভয়শিয়ের বানানো পর্যায় সারণিতে মৌলের সংখ্যা কত? 

উত্তর : ৩৩

১২.ল্যাভয়শিয়ে মৌলসমূহকে প্রথম কত সালে তিনটি ভাগে বিভক্ত করেন? 

উত্তর : ১৭৮৯ সালে

১৩. পর্যায় সারণিতে কতটি গ্রুপ আছে? 

উত্তর : ১৮টি

১৪. পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল আছে?

উত্তর : ৩২টি

১৫. ল্যান্থানাইড সারিতে মৌলের সংখ্যা কত?

উত্তর : ১৫টি

ডেইলি বাংলাদেশ/এমএইচ