Alexa এরশাদের সঙ্গে বার্নিকাটের দুই ঘণ্টা বৈঠক

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

এরশাদের সঙ্গে বার্নিকাটের দুই ঘণ্টা বৈঠক

 প্রকাশিত: ১৪:৪৬ ৮ জুন ২০১৮   আপডেট: ১৫:১৭ ৮ জুন ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট।

শুক্রবার সকালে বারিধারায় ‘প্রেসিডেন্ট পার্কের’ বাসভবনে এসে এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রায় দু ঘণ্টা রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচিত বিষয়বস্তু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আগামী নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান, নির্বাচন কমিশনের ভূমিকা, একাদশ সংসদ নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনাসহ আগামী দিনে জাপার কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রেসিডেন্ট পার্ক সূত্র বলছে, এ ধরনের কিছু কথাবার্তা হয়ে থাকতে পারে।

এদিকে হঠাৎ করে এরশাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ও লম্বা বৈঠক রাজনৈতিক মহলে সৃষ্টি করেছে ব্যাপক কৌতুহল। সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, বৈঠকে দলের কোনো শীর্ষ নেতা বা খোদ মহাসচিবও উপস্থিত ছিলেন না।

এ কারণেই, জাপার শীর্ষ নেতাদের বাদ দিয়ে হঠাৎ মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ওয়ান টু ওয়ান বৈঠক টক অব দ্যা পলিটিক্স হিসেবে আলোচিত হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এলকে/এমআরকে

Best Electronics
Best Electronics