Alexa ‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্ত হবেন না’

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

‘এরশাদের শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্ত হবেন না’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৩ ২ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে পার্টির ব্রিফিং ছাড়া কোনো বিভ্রান্তিকর সংবাদে কান দেবেন না। এ ছাড়া পার্টির বাইরে আইএসপিআর একমাত্র সঠিক তথ্য দেবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এ সময় কাদের বলেন,সবার প্রতি আহ্বান আমাদের কাছ থেকে নিশ্চিত না হয় গুজব ছড়াবেন না। এতে সাধারণ জনগণ সংবাদকর্মীরা বিভ্রান্ত হয়।

তিনি আরো বলেন, সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্বজন এবং চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন। 

তিনি বলেন, আজও গতকালের মতই চেয়ারম্যানের শারীরিক অবস্থার কোন পরিবর্তন হয়নি। সিএমএইচ চিকিৎসকরা এটাকে ইতিবাচক মনে করছেন। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদকে লাইফ সাপোর্ট নেয়া হয়নি। ফুসফুসে ইনফেকশনের কারণে তার শ্বাসকষ্ট হচ্ছিল। তাই চিকিৎসকরা অক্সিজেন সাপোর্টে রাখছেন। চিকিৎসকরা এখনো বেশ কিছু পরিক্ষা-নীরিক্ষা দিয়েছেন। 

ডেইলি বাংলাদেশ/এস.আর/এমআরকে