Alexa এরশাদের শরীরে সংক্রমণ কমেছে: জি এম কাদের

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

এরশাদের শরীরে সংক্রমণ কমেছে: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৮ ১২ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের শরীরে সংক্রমণ কমে গেছে। সংক্রমণের অবস্থা এখন অনেকটাই স্বাভাবিক।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে হুসেইন মুহম্মদ এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা গণমাধ্যমে জানান তিনি। 

সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে কাদের বলেছেন, চিকিৎসকদের মূল্যায়নে বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে অবস্থা শঙ্কামুক্ত নয়।

তিনি বলেন, ডায়ালাইসিসের মাধ্যমে এরশাদের রক্তের বর্জ্য অপসারণ করা হচ্ছে। লিভার এখনো পুরোপুরি কাজ করছে না। প্রয়োজনমত তার শরীরে রক্তের বিভিন্ন উপাদান দেয়া হচ্ছে। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম মোহাম্মদ কাদের বলেন, সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে সম্মিলিত সামরিক হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা চলছে। 

তিনি জানান, সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শেই এরশাদকে বিদেশে নেয়া হচ্ছে না। সিএমএইচ এর চিকিৎসায় সন্তোষ প্রকাশ করে গোলাম মোহাম্মদ কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের রোগের যে চিকিৎসা হচ্ছে, বিদেশেও একই চিকিৎসা দেয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, শামসুল আলম মাস্টার, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সম্পাদক মন্ডলীর সদস্য ফখরুল আহসান শাহাজাদা, নির্মল চন্দ্র দাস, এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান দুলাল, মোনাজাত চৌধুরী, আজিজুল হুদা সুমন। 

ডেইলি বাংলাদেশ/এস.আর/এমআরকে