Alexa এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

এরশাদকে দেখতে সিএমএইচে ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১১:৪৮ ১ জুলাই ২০১৯   আপডেট: ১২:৩৮ ১ জুলাই ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

সোমবার সকাল সাড়ে ১০টায় এরশাদকে দেখতে যান তিনি। সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

এর আগে বুধবার সকালে হাসপাতালে ভর্তির পর গত তিন দিনে অবস্থার কিছুটা উন্নতি মনে হলেও রোববার ভোর থেকে এরশাদের অবস্থার অবনতি ঘটে। তার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। ফুসফুসে পানি জমেছে, ফলে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। চিকিৎসকরা কৃত্রিম উপায়ে তাকে অক্সিজেন দিয়ে রেখেছেন।

ডেইলি বাংলাদেশ/আরএইচ