Alexa এমসি কলেজে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৬ জুলাই

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

এমসি কলেজে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু ২৬ জুলাই

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:০২ ১২ জুলাই ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

সিলেটের এমসি কলেজে ৩ দিনের ছায়া জাতিসংঘ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এমসি কলেজ ছায়া জাতিসংঘের আয়োজনে কলেজ ক্যাম্পাসে ২৬ জুলাই শুরু হয়ে চলবে ২৮ জুলাই পর্যন্ত। এতে ৬ষ্ঠ শ্রেণি থেকে শুরু করে আন্ডারগ্র্যাজুয়েটের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন। সম্মেলন অংশগ্রহণের জন্য আগামী ২০ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এমসি কলেজ ছায়া জাতিসংঘের সভাপতি মো. ইনকিয়াদ রহমান ফাইয়াজ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস এর আন্তর্জাতিক কনফারেন্সগুলোর আদলে ছায়া কনফারেন্স আয়োজিত হয়। যেখানে মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক কনফারেন্স এর নিয়মকানুন সম্পর্কে বাস্তব ধারণা দেয়া হয়।

এছাড়াও এই ধরণের সম্মেলন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটা সেতুবন্ধনের প্লাটফর্ম হিসেবে কাজ করে। যেখানে অংশগ্রহণকারীরা বিশ্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে নিজেদের মতামত স্বাধীনভাবে তুলে ধরে।

ইভেন্টের বিস্তারিত জানতে এমসি কলেজ ছায়া জাতিসংঘের ফেসবুক ইভেন্ট www.facebook.com/events/1447167142091828/ও অন্যান্য যেকোনো প্রয়োজনে ০১৮৪৯২৬২৮৫৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম