Alexa এমপি বাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২০,   মাঘ ৭ ১৪২৬,   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

এমপি বাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

 প্রকাশিত: ১৯:৩২ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৯:৩২ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহরের পক্ষে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ৩২ নাম্বারে এ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এমপি বাহারের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠানক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এমপি বাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ ফরিদ এম এ ফাত্তাহ, সদস্য মিজানুর রহমান ইরান, সদস্য গোলাম মাওলা, আওয়ামী লীগের উপ কমিটির সম্পাদক মহিউদ্দিন খোকা, সদস্য মো. মোখলেছুর রহমান। 

এ বিষয়ে  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিব উল্লাহ তুহিন বলেন, উৎসবমূখর পরিবেশে আ ক ম বাহাউদ্দিন বাহারের জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

ডেইলি বাংরাদেশ/জেডএম