Alexa এমপি বদিও ছাড় পাবে না, যদি...

ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২০,   মাঘ ৪ ১৪২৬,   ২২ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

এমপি বদিও ছাড় পাবে না, যদি...

 প্রকাশিত: ১৫:৪৪ ১৮ জুলাই ২০১৮   আপডেট: ১৬:৩৩ ১৮ জুলাই ২০১৮

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু বলেছেন, মাদক ব্যবসায় জড়িত থাকলে কক্সবাজারের এমপি আবদুর রহমান বদিও ছাড় পাবে না, যদি তার বিরুদ্ধে এর প্রমাণ মেলে।

স্বরাষ্ট্র মন্ত্রলণালয়ের সম্মেলন কক্ষে বুধবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

শিল্পমন্ত্রী আমীর হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে বেলা একটায় শেষ হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল,বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, মাদক ব্যবসার সঙ্গে যে বা যারাই জড়িত, কাউকেই ছাড়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে।
 
ব্রিফিংয়ে তিনি বলেন, খুন, ধর্ষণসহ সব ধরনের অপরাধই কমে আসছে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো। বিভিন্ন বাহিনীর তৎপরতার কারণেই আইন-শৃঙ্খলা পরিস্থিতির এই উন্নতি হয়েছে।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যে বিশেষ অভিযান চলছে, এ অভিযানে ২৫ হাজার ৫৭৫টি মামলা হয়েছে। অভিযানে ৩৭ হাজার ২২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কেবল মাদক বহনকারীদেরই নয়, মাদক সরবরাহকারী, অর্থলগ্নীকারী ও সিন্ডিকেট সদস্যদের গ্রেফতার করা হয়েছে। যে কারণে এই অভিযান ফলপ্রসূভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে ৮৯ হাজার ৫৮৯ জন বন্দি রয়েছে। এর মধ্যে ৪২ ভাগ বন্দি মাদক অভিযানে গ্রেফতার হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, মাদকপাচার প্রতিরোধে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সতর্ক অবস্থানে রয়েছে। তারপরেও মিয়ানমার সীমান্তসহ যেসব পথে মাদক আসে, সেসব পথে মাদক আসা প্রতিরোধ করা জন্য বিজিবির সঙ্গে অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করবে। বুধবারের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবছর দেশে দুটি জঙ্গি হামলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এসব আক্রমণের সঙ্গে যেসব জঙ্গি জড়িত ছিল, তাদের গ্রেফতার করা হয়েছে। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর হোসেন আমু বলেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। আসন্ন তিন সিটির নির্বাচনও যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো তৎপর থাকবে। 

মন্ত্রী আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছে, তাদের ব্যাপারেও পদক্ষেপ নেয়া হবে।

মাদকবিরোধী অভিযান কতদিন চলতে পারে, এমন প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, অভিযান অব্যাহত থাকবে। সাংবাদিকদের আরেকটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাদক ব্যবসায় যে বা যারাই জড়িত, কাউকেই ছাড়া হবে না। মাদক ব্যবসার সঙ্গে কক্সবাজারের এমপি আবদুর রহমান বদির জড়িত থাকার প্রসঙ্গটি উত্থাপন করলে শিল্পমন্ত্রী বলেন, প্রমাণ পেলে তাকেও ছাড়া হবে না।

রাজশাহীতে মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থীর মিছিলে ককটেল হামলার বিষয়ে প্রশ্ন করলে শিল্পমন্ত্রী বলেন,নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। তবে সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিয়েছে সেটাই দেখার বিষয়। 

ডেইলি বাংলাদেশ/এসআই