Alexa এমওডিসির ৫১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

এমওডিসির ৫১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩৪ ২৭ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

প্রতিরক্ষা মণন্ত্রণালয়ের কনস্ট্যাবিউলারী’র (এমওডিসি) ৫১তম রিক্রুট ব্যাচ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রাজেন্দ্রপুর সেনানিবাসের এমওডিসি সেন্টারের শহীদ সৈনিক আব্দুস সালাম প্যারেড গ্রাউন্ডে আরম্বরের সঙ্গে এই অনুষ্ঠান হয়। 

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. সফিকুল আহম্মদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। 

এ সময় এমওডিসির কমান্ড্যান্ট মেজর মো. মাসুদুজ্জামান প্রধান অতিথির সঙ্গে ছিলেন। 

এছাড়া, ঢাকা ও রাজেন্দ্রপুর সেনানিবাসের বিভিন্ন সামরিক ও বেসামরিক ব্যক্তি ও রিক্রুটদের পরিবার উপস্থিত ছিলেন।

এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস এর ৫১তম রিক্রুট ব্যাচ এর রিক্রুট মো. ইব্রাহিম শেখ সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করেন। ২য় শ্রেষ্ঠ হয়েছেন রিক্রুট কামরুজ্জামান ও রিক্রুট মো. শাকিল পারভেজ অস্ত্র প্রশিক্ষণে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিকেলে এ তথ্য জানান।

ডেইলি বাংলাদেশ/এসবি/এসআই