Alexa ‘এবিসিডি-থ্রি’তে সালমান-জ্যাকুলিন!

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

‘এবিসিডি-থ্রি’তে সালমান-জ্যাকুলিন!

 প্রকাশিত: ১৪:৩২ ২ জুন ২০১৭  

সালমান খান এবিসিডি থ্রি-তে অভিনয় করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। আর নায়িকা হিসেবে থাকছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এবিসিডি ফ্র্যাঞ্চাইজি বলিউডের খুবই সফল ড্যান্স ড্রামা। এর আগে, এবিসিডি টু-তে দেখা গিয়েছিল বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুরকে। জানা গেছে, ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির শুটিং শেষ হওয়ার পরই সালমান রেমো ফার্নান্দেজের এবিসিডির সিক্যুয়েলে কাজ শুরু করবেন। অবশ্য জ্যাকুলিন এখন শহরের বাইরে। তবে তিনি শহর ছাড়ার আগে এবিসিডির চিত্রনাট্য শুনে গেছেন। চিত্রনাট্য তার বেশ পছন্দ হয়েছে। মুম্বাই ফিরে তিনি রেমোর সঙ্গে কথা চূড়ান্ত করবেন বলে জানা গেছে। অবশ্য, বলিউডের সুলতানের নাচিয়ে হিসেবে খুব একটা সুনাম নেই। তবুও নাচভিত্তিক এ সিনেমায় তাকে নির্বাচন করা হয়েছে। সূত্রের তথ্য অনুযায়ী, ১৩ বছরের কন্যার বাবার ভূমিকায় দেখা যাবে বলিউডের সুপারস্টার সালমানকে। এবিসিডি থ্রিতে দুর্দান্ত নাচ ছাড়াও দেখা যাবে বাবা-মেয়ের আবেগভরা সম্পর্ক। আর এ ছবিতে জ্যাকুলিনকে দেখা যাবে নাচের শিক্ষকের চরিত্রে। রেমোর ‘এবিসিডি টু’ ছবিটি ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছিল। সালমান এ ছবিতে কাজ করলে তার আর জ্যাকুলিনের রসায়ন নিশ্চয় আরও বাজিমাত করবে।   ডেইলি বাংলাদেশ/আইজেকে