Alexa এবার ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল আলী

ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৭ ১৪২৬,   ১৪ রবিউস সানি ১৪৪১

এবার ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল আলী

সিলেট প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:০১ ২ নভেম্বর ২০১৯   আপডেট: ২১:২৭ ২ নভেম্বর ২০১৯

মকবুল আলী ওবিই

মকবুল আলী ওবিই

ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের মকবুল আলী ওবিই। ৩০ অক্টোবর তাকে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়।

গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চাঁন্দশীরকাপনে হলেও জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে। মদরিছ আলী ও কামরুন নেছা দম্পতির ছেলে। রয়্যাল কলেজ অব ডিফেন্স এবং স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে তিনি পড়াশোনা করেছেন।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি বাহরাইনে ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনজন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর পলিসি অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়ার খবরে নিজ গ্রামে চলছে আনন্দ উৎসব। বাড়িতে পরিবারের কেউ না থাকলেও তার স্বজনরা গ্রামে মিষ্টি বিতরণ করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর