Alexa এবার বিমান চালাবেন সৌদি নারীরা

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ৩ ১৪২৬,   ১৯ সফর ১৪৪১

Akash

এবার বিমান চালাবেন সৌদি নারীরা

 প্রকাশিত: ১৩:৩৪ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৩:৩৪ ৩০ আগস্ট ২০১৮

ছবি: সৌদি আরবের নারী পাইলট

ছবি: সৌদি আরবের নারী পাইলট

সম্প্রতি গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর এবার বিমান চালিয়ে ইতিহাস গড়তে চলেছেন সৌদি নারীরা। এরই মধ্যে পাঁচ নারীকে বিমান চালানোর লাইসেন্সও দিয়ে দিয়েছে সৌদির জাতীয় বিমান সংস্থা। 

দেশটিতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণের জন্য নানারকম উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে সৌদি বিমান সংস্থায় বিপুলসংখ্যক নারী কর্মকর্তা কারিগরি সেবা প্রদান করতে যোগ দিয়েছেন। 

বিমান চালানোর অনুমতি পাওয়া পাঁচ নারীর একজন ইয়াসমিন মায়মানি। তিনি জানান, জর্ডান থেকে যোগ্যতা অর্জনের পর তিনি যুক্তরাষ্ট্রে ৩০০ ঘণ্টা ফ্লাইটের অনুশীলন সম্পন্ন করেছেন।

এর আগে যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার কারণে তিনি বিমান চালানোর অনুমতি পাননি। এমনকি অনেক জায়গায় কাজের চেষ্টা করলেও তাকে নেয়া হয়নি। তবে এ পরিবেশ এখন পাল্টে গেছে। দেশের লাইসেন্স নিয়ে বিমান চালাতে পারবেন বলে বেশ খুশি মায়মানি। সূত্র: আল আরাবিয়্যাহ 

ডেইলি বাংলাদেশ//আরআই