Alexa এবার টয়লেটে টিভি স্থাপন!

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

এবার টয়লেটে টিভি স্থাপন!

 প্রকাশিত: ০২:১৫ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ০৭:৩০ ১০ নভেম্বর ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আর নয় মিস খেলার উত্তেজনাকর মুহূর্তগুলো। এখন থেকে টয়লেটেও দেখা যাবে খেলা। আর সেই সুযোগ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা দেখতে আসা মানুষদের জন্য এমন উদ্যোগ। টয়লেটেই টিভি স্থাপন করতে যাচ্ছে ক্লাবটি।

টয়লেটের ঠিক সামনে স্থাপন করা হবে ছোট্ট একটি টিভি যাতে কেউ ম্যাচের উত্তেজনাকর মুহূর্তগুলো মিস না করে। রিয়াল মাদ্রিদের নতুন স্টেডিয়ামের নকশার ডিজাইনে এমনটাই থাকছে। ২০১৪ সালে ঘোষিত মাদ্রিদের স্টেডিয়ামের সৌন্দর্য বর্ধনের কাজ বেশ জোরেশোরেইএগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে থাকছে টয়লেটে টিভি।

টয়লেট ছাড়াও স্টেডিয়ামের বাইরে ৩৬০ ডিগ্রি ভিডিও স্ক্রিন থাকছে, যেটার জন্য খরচ হচ্ছে ৪০০ মিলিয়ন ইউরো। তাছাড়া শপিং, রুফটফ তো থাকছেই। তবে খেলার সময় ব্যতীত টিভিতে চালানো হবে বিজ্ঞাপন। সুইস ইনভেন্ট নামক এক সুইস কম্পানির এই টিভিগুলো তৈরি করছে।

ডেইলি বাংলাদেশ/আরএ