Alexa এবার ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

এবার ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫১ ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ১৭:৫৩ ১২ নভেম্বর ২০১৯

আক্তারুজ্জামান

আক্তারুজ্জামান

নওগাঁর রাণীনগর রেলস্টেশনের উত্তরে ট্রেনের ধাক্কায় এক এসআই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত আক্তারুজ্জামান সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দুই বছর ধরে রাণীনগর থানায় কর্মরত ছিলেন।

রাণীনগর থানার ওসি মো. জহুরুল হক বলেন, আক্তারুজ্জামান স্টেশন এলাকায় কাজ শেষে রেললাইনের ওপর দিয়ে মোবাইলে কথা বলতে বলতে হাঁটছিলেন। এ সময় খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর