Alexa এবার ট্রলিচাপায় এএসআই নিহত

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

এবার ট্রলিচাপায় এএসআই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:০৫ ২৩ জুলাই ২০১৯   আপডেট: ০৯:০৮ ২৩ জুলাই ২০১৯

নিহত এএসআই আব্দুল হাই ঠাকুর

নিহত এএসআই আব্দুল হাই ঠাকুর

ময়মনসিংহে ট্রলিচাপায় পুলিশের একজন এএসআই নিহত হয়েছেন। সোমবার বিকেলে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল হাই ঠাকুর হালুয়াঘাট থানায় সদ্য যোগদান করেছিলেন। এর আগে তিনি নেত্রকোনার কেন্দুয়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তেওরিয়া গ্রামে।

হালুয়াঘাট থানার এসআই মাহমুদুল হাসান বলেন, আব্দুল হাই তার স্ত্রীকে নিয়ে হালুয়াঘাট থেকে মোটরসাইকেলে ময়মনসিংহ যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের তারাকান্দায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। এ সময় একটি ট্রলি তাদের চাপা দিলে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আব্দুল হাইয়ের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics