Alexa নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! (ভিডিও)

ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০১৯,   কার্তিক ৩০ ১৪২৬,   ১৭ রবিউল আউয়াল ১৪৪১

Akash

নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! (ভিডিও)

বিজ্ঞান ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:২৪ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ১৬:৪৭ ২৩ অক্টোবর ২০১৯

ভ্রমণ পিপাসুদের জন্য নতুন দিগন্ত খুলে যেতে পারে আগামী কয়েক বছরের মধ্যেই। পৃথিবী ছাড়িয়ে তারা এ বার ঘুরতে যেতে পারবেন মহাকাশেও। সেখানে গিয়ে দিন কয়েক আমোদ প্রমোদ করতে পারেন। 

এমনই ব্যবসায় উদ্যোগী হয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার ‘দ্য গেটওয়ে ফাউন্ডেশন’ নামের একটি স্টার্ট আপ সংস্থা। 

২০২৭-এর মধ্যে মহাকাশে হোটেল চালু করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার ওই সংস্থা। মহাকাশের সেই হোটেল কেমন দেখতে হবে সেই ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তারা।

ওই সংস্থা ভন ব্রন রোটেটিং স্পেস স্টেশনে হোটেল তৈরির পরিকল্পনা করেছে। সেখানে নাগরদোলার মতো ঘুরবে হোটেলের ২৪টি মডিউল। এই ঘূর্ণনের জেরে কৃত্রিম অভিকর্ষ বলও তৈরি হবে। যার জেরে পৃথিবীর মতোই হোটেলের ভেতর ঘুরে বেড়াতে পারবেন সকলে।

২৪টি মডিউলের মধ্যে থাকবে বিভিন্ন রকমের সজ্জা। ১০০ জন অতিথি থাকতে পারবেন সেখানে। ওই মডিউল গুলিতে থাকবে রেস্তোরাঁ, জিম, বার, কনসার্টের জায়গা, সিনেমা হল সব রকম বিনোদনের ব্যবস্থা।

দ্য গেটওয়ে ফাউন্ডেশনের সিনিয়র ডিজাইনার টিম আলাতোরে বলেছেন, সাধারণ মানুষ মহাকাশে যাচ্ছেন-এই ঘটনা আর ঐতিহাসিক হবে না। কয়েক বছরের মধ্যেই মহাকাশকে ছুটি কাটানোর জায়গায় পরিণত করার পরিকল্পনা করছি আমরা। 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে