Alexa এবার ‘গাছ খেকো’ নারীর ছেলের ভিডিও ভাইরাল

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

এবার ‘গাছ খেকো’ নারীর ছেলের ভিডিও ভাইরাল

সাভার (ঢাকা) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৪২ ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ২০:৪৫ ২৩ অক্টোবর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের সিআরপি রোডের গাছ খেকো সেই নারীর ভিডিও ভাইরাল হওয়ার রেশ কাটতে না কাটতেই তারই ছেলে লিখনের লাইভে আসা ভিডিও ভাইরাল হয়েছে। 

ওই লাইভে লিখন বলেন, ‘এক মাস আগে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে কিন্ত তিনি গাছ গুলো কাটছিলেন না। এগুলো তার পারসোনাল গাছ। শাকসবজি, তরকিয়ারির গাছ। এগুলো তো ফুল গাছ না। ফুল গাছ হলে কথা ছিল। আপনারা ভিডিও দেখে জাজ করতেছেন। ভিডিওর আগে পরে কিছু না জেনে আমাকে আর আমার আম্মুকে গালিগালাজ করছেন- এটা ঠিক হচ্ছে না।’

গাছ খেকে নারীর ভিডিও সোশ্যাল মিডিয়ায় এল, তা দেখে চমকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না।

সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই! সুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।

গাছ কেটে ফেলার এই ভিডিও যখন ভাইরাল তখন সোশ্যাল মিডিয়ায় রোষানলে পড়েছেন গাছ কাটা নারী ও তার ছেলে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

 

ডেইলি বাংলাদেশ/জেএইচ