Alexa এবার আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রিতা’

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

এবার আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘রিতা’

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৫১ ২৬ নভেম্বর ২০১৯   আপডেট: ১১:৪১ ২৬ নভেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসগরীয় অঞ্চল নিউজিল্যান্ডে এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রিতা’। সাম্প্রতিককালে এটাই সর্বপ্রথম ট্রপিক্যাল সাইক্লোন।

জানা গেছে, দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে। এই ঝড়ের জেরে একটা বড় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূূর্ণিঝড় ‘রিতা’র নিউজিল্যান্ডের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যেকোনো পরিস্থিতির জন্যও তারা তৈরি থাকার কথা বলেছেন।

আরো জানা গেছে, ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে ‘রিতা’। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিলোমিটার।

প্রত্যেক বছর অন্তত একটা করে ট্রপিক্যাল সাইক্লোনের শিকার হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটাই ঘূর্ণিঝড়ের সময়। 

ডেইলি বাংলাদেশ/আরএ/জেডআর