Alexa এডিসের লার্ভা পাওয়া গেলে আর ছাড় নয়: আতিকুল

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

এডিসের লার্ভা পাওয়া গেলে আর ছাড় নয়: আতিকুল

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪২ ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ১৯:৪৩ ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বাড়িতে এডিস মশার লার্ভা ও কোনো ‘সার্ভিস প্যাসেজে’ ময়লা-আবর্জনা পাওয়া গেলে আর ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, এসব কিছুর প্রমাণ পেলে সংশ্লিষ্ট ভবন ও ফ্লাট মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

রোববার এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডে দ্বিতীয় পর্যায়ের ‘বিশেষ পরিচ্ছন্নতা ও চিরুনি অভিযান’ উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, প্রথম পর্যায়ের চিরুনি অভিযানে কোনো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলেও তাদের জরিমানা করা হয়নি, সতর্ক করা হয়েছিল। তবে এবার কারো বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ সময় বাসা-বাড়ি, কর্মস্থল, দোকানপাট, মসজিদ-মাদরাসা, স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সব জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান আতিকুল ইসলাম।

ডেইলি বাংলাদেশ/আরএইচ